মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে ডুবে রায়হান (৪) ও জিহাদ (২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি ওই গ্রামের বাচন মাতব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই জিহাদ পুকুরে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে নিজেও পুকুরে পড়ে যায় রায়হান। পরে পানিতে তাদের মৃতদেহ ভেসে ওঠে। এরপর পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন