হাজারো প্রাণের আবেগ আর উচ্ছাস আনন্দের মধ্য দিয়ে পালিত হলো পূর্ব জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব। আড্ডা, স্মৃতিচারণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবটি পরিণত হয় নতুন আর পুরনোর মেলন মেলায়
সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির শনিবার ছিল মূল পর্ব। মূল পর্বে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। সকালে দুই মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচণা করেন। পরে বিশাল সামিয়ানার নীচে সমবেত প্রায় ৫ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর কণ্ঠে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা- আমি তোমায় ভালোবাসি’ গানের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব।
স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার। ৫০ বৎসর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মারুফা আক্তার পপি, কলেজের পৃষ্ঠপোষক শেখ আনোয়ার হোসাইন, জামালপুর জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। এর আগে কলেজ জীবনের স্মৃতিচারণ করেন কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল করিম, রফিকুল ইসলাম মনু, আব্দুর রাজ্জাক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল।
আলোচনা অনুষ্ঠান শেষে বিকেলে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবিনা ইয়াসমীন ছাড়াও দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন