সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পূর্ব বিরোধের জেরে সহপাঠীর হাতে এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনেই এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া কয়েছ মিয়া (১৭) ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে। অন্যদিকে ঘাতক মতি মিয়া (১৭) একই গ্রামের দুধু মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার বিদ্যালয়ে ব্যবহারিক ক্লাস শেষে কয়েছকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে মতি। স্থানীয় একটি ক্লিনিকে আশঙ্কাজনক অবস্থায় কয়েছকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পালিয়ে যায় মতি।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। ঘাতক মতি মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন