কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার আবুল কালামের ছেলে ওমর ফারুক(২৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মনুজা বেগম(৬০) এবং অজ্ঞাত পুরুষ (৪৪)।
আহতরা হলেন- দিনাজপুরের খান সামার জয়নাল আবেদীনের পুত্র নুরুল ইসলাম, বরিশাল রামপালের নোয়াপাড়ার মৃত আবদুল হামিদের পুত্র মো. বাকী, নীলফামারীর রাজাভল্লব রায়ের পুত্র ভূপতি ভূষণ রায়, ঢাকার উত্তরার আবুল হাশেমের পুত্র ইউসুফ, শাহজাদপুরের শাহজাহানের পুত্র মাসুম, ভাড্ডার রিয়াজ, রামপুরার মিজানুর রহমান, চট্টগ্রামের কাপ্তাইয়ের চন্দ্রঘোণার মফিজুল হক, বেলুবা খাতুন, কুমিল্লার দেবিদ্বারের ঘুনাইগরের লতিফ মুন্সির স্ত্রী রেহানা পারভিন, পুত্র অলি উল্যাহ রাবিব, চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার কৃষ্ণপুর গ্রামের সোহেলের স্ত্রী আলেয়া বেগম ও গাইবান্দা সদরের গোলাম মোস্তফার পুত্র মনির হোসেন।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে এ হতাহাতের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব