হরতাল-অবরোধের নামে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর অভিযোগে শিবিরের দুই সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার হিচমী পরিষদ পাড়া ও রাজাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হিচমী পরিষদ পাড়ার হাফিজুর রহমানের ছেলে হাসান আলী ও রাজাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শাহিনুর।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জয়পুরহাট থানায় নাশকতার মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ দুপুরের মধ্যে তাদের জয়পুরহাট কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ