মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক সার্জেন্ট কামরুজ্জামান রাজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দড়ি বাউশিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহত হয় আরও ২ জন। পরে তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চালকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব