মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া এলাকায় টহল পুলিশের পিকআপ ভ্যান উল্টে এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম, কনস্টেবল শফিকুল ইসলাম ও আব্দুস সালাম।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, রাতে টহল দেওয়ার সময় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ওই তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ