কৃষি ও মৎস্যনির্ভর শিল্পে হাতিয়া অর্থনৈতিক জোন হওয়ার যোগ্যতা অর্জন করলেও হাতিয়ার উন্নয়নে সরকারের বিশেষ কোনো উদ্যোগ নেই। এ অভিযোগ হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের।
সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সাগরবেষ্টিত এ দ্বীপটিকে অবিলম্বে জেলা ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করেছে হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ।
মানববন্ধনে বলা হয়, বৃহত্তর হাতিয়া বাংলাদেশের একমাত্র উপজেলা, যার অভ্যন্তরীণ নৌসীমা রয়েছে শতাধিক মাইল, পাশাপাশি সমুদ্রসীমাও রয়েছে। অথচ ভৌগোলিক গঠনে এখানে জলপথ, স্থলপথ, জনজীবন, সম্পদ নিরাপত্তা বিধানে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই।
এসময় হাতিয়ার গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রাচীনকালে হাতিয়ায় প্রস্তুত নৌকা চীন, পর্তুগালে রপ্তানি হতো। বর্তমানে জাহাজ সামরিক অনুশীলন চর্চা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এভাবে আরও যেসব সম্ভাবনা রয়েছে সেগুলোর গুরুত্ব বিবেচনায় হাতিয়া জেলা হওয়া দরকার।
মানববন্ধনে সংগঠনের আহ্ববায়ক ফজলে আজীম তুহিনের সভাপতিত্বে হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন