কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় ২শিশু হত্যার ঘটনায় সৎ ভাইয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতদের মা রেখা বেগম সৎ ছেলে ছোটনকে একমাত্র আসামি করে এ মামলা দায়ের করেন।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আইয়ুব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোটনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, নিহত দুই শিশু জয় ও মনির দাফনের জন্য তাদের বাবা আবুল কালামকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া আবুল কালামের ব্যবসার প্রসারের জন্য যুব উন্নয়ন থেকে স্বল্প সুদে ৬০ হাজার টাকা ঋণের ব্যবস্থা করে দেয়া হয়েছে।
উল্লেখ্য-শনিবার বিকালে কুমিল্লার নগরীর ঢুলিপাড়ায় ক্ষুদ্র মুদি ব্যবসায়ী আবুল কালামের প্রথম স্ত্রীর ছেলে ছোটন(২২) তার সৎ দুই ভাই জয়(৮) ও মনিকে(৬) গলা টিপে হত্যা করে বলে অভিযোগ উঠে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন