সিআইডি'র ডিআইজি পরিচয়ে শেরপুরে বিভিন্ন জনকে সরকারি চাকুরি দেয়ার নাম করে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া ডিআইজিসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, পুলিশের ডিআইজি পরিচয়দানকারী রনি আমিন (৪০)। সে নড়াইল জেলার লোহাগড়া থানার আব্দুছ সাত্তারের ছেলে। ভুয়া ডিআইজি’র পিএস পরিচয়দানকারী ময়মনসিংহের কামরুজ্জামান(৩৮), তাদের সহযোগী শেরপুরের জুলহাস উদ্দিন(৪৮) ও আবু সাঈদ(২০)।
শনিবার রাত ৯টার দিকে শেরপুর সদর থানায় প্রেস ব্রিফিংকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল শাহজাহান মিয়া জানান, ডিআইজি পরিচয়ে সরকারি চাকুরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহ থেকে ভুয়া ডিআইজি রনি আমিন ও তার পিএস পরিচয়দানকারী কামরুজ্জামানকে গ্রেফতার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুইজন প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দের কাছ থেকে পুলিশ আইডি কার্ড এবং বিভিন্ন নিয়োগ সংশ্লিষ্ট ভুয়া কাগজপত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ওই ৪জন শেরপুরের অনেক নীরিহ লোকজনকে সরকারি চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করে।
তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা রেকর্ডে প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন