নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জে রবিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়কের বাংলা বাজার এলাকায় প্রাইভেট কারের সাথে দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়।
এ সময় আহত হন অটোরিকশার আরো চার যাত্রী। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বেগমগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিহত সিরাজ মিয়ার (৫৫) বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন এলাকায়।
একই সময় জেলা সদরের পূর্ব এওজবালিয়া এলাকায় ব্যাটারি অটোরিকশা চাপায় রৌশন আরা(৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন