ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি রক্ষার দাবীতে অঅজ রবিবার সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে প্রায় ৫০টি পরিবার মানববন্দন কর্মসূচি পালন করেছে । মানববন্দন শেষে তারা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের বরাবর এক স্মারকলিপি পেশ করে ।
জানা যায়, ভালুকা উপজেলার খোলাবাড়ি গ্রামে নারাঙ্গী মৌজায় সরকারি খাস জমিতে প্রায় ১৫০ বছর যাবৎ বংশ পরস্পরায় প্রায় ৫০টি পরিবার বসবাস করে আসছে । কিছুদিন ধরে ওই জমি থেকে উচ্ছেদের জন্য উথুরা গ্রামের কয়েকজন প্রভাবশালী বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে ।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ