চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার সকাল ১০টার দিকে গৃহবধূ মরিয়ম খাতুন (২৫) বিষপানে আত্মহত্যা করেছে বলে গ্রামে প্রচারণা চালায় তার শ্বশুর আব্দুস ছাত্তার এবং শাশুড়ি আরেজা বেগম। নিহত মরিয়ম হাড়োকান্দি গ্রামের মোহাম্মদ শান্তির স্ত্রী। ঘটনার পর থেকে মরিয়মের শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।
মরিয়মের পিতা জান মোহাম্মদ জানান, যৌতুকের দাবিতে মরিয়মকে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার শ্বশুড়-শাশুরি। এসময় তার জামাই বাড়ি ছিলো না।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পিতা এটাকে হত্যা বলে দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন