নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর আজ পৌর এলাকার শোলাকুড়ার একটি ডোবা থেকে আলী (৫০) নামে এক কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক সিংড়া পৌর শহরের সোহাগবাড়ী মহল্লার জসমত আলী প্রামাণিকের ছেলে। এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মহিলাসহ তিনজনকে আটক করা হয়েছে।
নিহত কৃষকের ছেলে আকরাম হোসেন বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে শোলাকুড়া এলাকার জুলহাস আলীর স্ত্রী রিতা বেগমের সঙ্গে প্রতিবেশী আলীর পরকীয়া প্রেম চলে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি রাতে রিতা বেগম তার ভাগ্নে সুজন ও প্রতিবেশী লুটন নামের দুজনকে দিয়ে আলীকে বাড়িতে আসতে বলে। পরে আলীর কোনো খোঁজ খবর না পেয়ে তার পরিবার পুলিশকে জানায়।
পুলিশ গতকাল সকালে আলীর কথিত প্রেমিকা রিতা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় রিতা বেগম আলীকে হত্যার বিবরণ দিলে দুপুরে মৃতদেহ উদ্ধারে নামে পুলিশের সহয়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ সময় ধরে অনুসন্ধান করেও লাশের কোনো হদিস না পেয়ে রাত দশটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে দেয়। পরে আজ সকালে আবারও এলাকাবাসীরা উদ্ধার অভিযান চালিয়ে জুলহাস আলীর বাড়ির পার্শ্বের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আটক রিতা বেগমের বরাত দিয়ে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, পরকীয়া প্রেমের জের ধরে আলীকে হত্যা করা হয়েছে। কথিত প্রেমিকা রিতা বেগমের জবানবন্দি অনুযায়ী আজ সকালে আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জুলহাসের স্ত্রী কথিত প্রেমিক রিতা বেগম, শ্বশুর কফিল উদ্দিন এবং ভাগ্নে সুজনের পিতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ