নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সহস্রাধিক নারী-পুরুষ।
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজারে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় সড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ