অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শনিবার গভীর রাতে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার সকালে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক বাংলাদেশিরা হলেন- গাজীপুরের শ্রীপুরের নিজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২১), ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার ধানুড় গ্রামের আফজাল হোসেন ছেলে হাবিবুর রহমান (২৩), ঢাকার ধামরাই থানার গোলোইল গ্রামের মহসীন হোসেনের ছেলে রুহুল আমিন (২৪), আশুলিয়ার কোনাপাড়া গ্রামের ডালিম উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২০), আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) ও কাচুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহ আলম (২১)।
মহেশপুর সীমান্তের জুলুলী ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হাকিম জানান, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন