সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবান আলী (৪০) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সায়েস্থাবাদ এলকায় এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সারতৈল গ্রামের আব্দুল আজিজের ছেলে।
শাহজাদপুর থানর ওসি (তদন্ত) মনির হোসেন জানান, রাতে কোরবান আলী বাড়ি ফেরার পথে সায়েস্থাবদ শহীদের বাড়ির পূর্ব পাশে পৌছলে দুর্বৃত্তরা পিছন থেকে ঘাড়ের ওপরে আঘাত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব