বগুড়ায় সবুজ হত্যা মামলার ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার দীর্ঘ শুনানী শেষে বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
রায়ে ফাঁসির সাজাপ্রাপ্তরা হলেন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার আব্দুল মজিদের তিন পুত্র রনি মন্ডল ওরফে রনি, মাসুম পারভেজ ওরফে মাসুম (পলাতক), মাসুদ পারভেজ ওরফে মুন্না।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, রমজান আলীর পুত্র জাহাঙ্গীর, আজগর আলীর দুই পুত্র আব্দুল মজিদ (পলাতক) ও খোকন (পলাতক)।
জানা যায়, গত ২০০৯ সালের ৫ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের নাটাইপাড়ায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কেরাম খেলার সময় সাজাপ্রাপ্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই এলাকার আব্দুল গফুর মন্ডলের পুত্র ফারুক হোসেন সবুজকে আহত করে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় গফুর বাদি হয়ে পুত্র হত্যার বিচার চেয়ে বগুড়া সদর থানায় ওই দিন রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুল মজিদের তিন পুত্র রনি মন্ডল ওরফে রনি, মাসুম পারভেজ ওরফে মাসুস, মাসুদ পারভেজ ওরফে মুন্না, রমজান আলীর পুত্র জাহাঙ্গীর, আজগর আলীর দুই পুত্র আব্দুল মজিদ ও খোকনকে অভিযুক্ত করা হয়।
মামলার তদন্ত শেষে গত ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর চার্জশীট দাখিল করে তদন্ত কর্মকর্তা। এরপর দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার আদালত মামলার রায় প্রদান করেন।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৬/মাহবুব