সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোসলেম উদ্দিন সানা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নিহতের ভাই জসিম উদ্দীন সানা, নাজিম উদ্দীন সানা, ইদ্রিস সানা এবং গোলাম সারওয়ারের স্ত্রী মঞ্জুয়ারা।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মো. মাসুদ জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে দেয়াড়া গ্রামের খোরশেদ আলী সানার ছেলে মোসলেম উদ্দিন সানার সাথে তার চাচা নাজিম উদ্দিন সানার ঘরের চাল দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নাজিম উদ্দিন সানার ছেলে গোলাম সারওয়ার তার চাচা মোসলেম উদ্দিন সানাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরতর আহত হয় মোসলেম উদ্দিন। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষে আরও আহত হয়েছেন তার অপর দুই ভাই ইদ্রিস সানা ও গোলাম মোস্তফা ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমসহ ৪ জন। আহতদের মধ্যে মোসলেম উদ্দিন সানকে কলারোয়া হাসপাতালে নেওয়ার পরে সানার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব