গোপালগঞ্জের মুকসুদপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হাজী আলী খাঁ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণি গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত হাজী আলী খাঁর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বর্ণি গ্রামের ইয়াদ আলী ও টুটুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে ইয়াদ আলীর পক্ষের হাজী আলী খাঁর ওপর হামলা চালায় টুটুলের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষই দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পরিস্থিতি শান্ত হলেও দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব