কিশোরগঞ্জে স্কুল শিক্ষিকা আতিয়া জাহান মৌ হত্যার বিচার দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার সকালে শহরের কালিবাড়ি সড়কে আয়োজিত মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিহতের মা রওশন আরা কবিতা, ভাই কামরুল হাসান অনিক, বোন আফরিন আরা সামিরা, খালা মমতাজ আরা, এলাকাবাসীর পক্ষে কাউসার আহমেদ লিঙ্কন, আবুল বাশার সরকার, রাসেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, মিঠামইন উপজেলার গোপদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আতিয়া জাহান মৌকে (২৪) গত বছরের ৬ নভেম্বর রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসায় একা পেয়ে দুর্বৃত্তরা পাশবিক নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের মা রওশন আরা কবিতা বাদী হয়ে গোপদীঘি এলাকার ইউসুফ হায়দার রিফাত, বত্রিশ এলাকার টিটু ও রাজিব নামে তিন যুবককে আসামী করে সদর থানায় মামলা করেন। আসামীদের মধ্যে রিফাত আদালতে আত্মসমর্পন করে কিছুদিন কারাগাভোগ শেষে জামিনে মুক্তি পায়। অপর দুই আসামী টিটু ও রাজিব এখনো গ্রেফতার হয়নি বলে স্বজনরা অভিযোগ করেছেন।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৬/শরীফ