নেত্রকোনার বিরিশিরিতে বিচিত্রা নামক আবাসিক হোটেল থেকে শুক্রবার বিকালে নুরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে দূর্গাপুর থানার পুলিশ। উদ্ধারকৃত নুরুল ইসলাম ঢাকার শান্তিনগর এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ, হোটেল শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুরের বিরিশিরিতে গত ২৯ মার্চ রাতে বালু ব্যবসায়ী পরিচয়ে হোটেলের নিয়ম অনুসারে খাতায় নাম রেজিষ্ট্রি করে ২ নম্বর রুমে ওঠেন নুরুল ইসলাম নামের ওই ব্যক্তি। শুক্রবার সকালে নাস্তা করতে বাইরে বাইরে যান। পরে অপর এক ব্যক্তিকে সাথে নিয়ে আনুমানিক ১১ টার দিকে পুনারায় হোটেলের বুকিং নেয়া কক্ষে যান নুরুল ইসলাম। দুপুরের পর কক্ষ পরিস্কার করতে হোটেলের ম্যানেজার কাম ওয়ার্ড বয় সুজন দাস ওই কক্ষে গেলে বিছানায় নুরুল ইসলামের গলাকাটা লাশ দেখতে পান।
বিষয়টি দূর্গাপুর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় হোটেলের ম্যানেজার কাম ওয়ার্ড বয় সুজন দাসকে আটক করা হয়।
এ ব্যাপারে দূর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার সুজন দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্ত করতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হযেছে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ