টাঙ্গাইল যৌনপল্লী ও হরিজনপল্লীর ঝরে পড়া শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে এসএসএস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে ছাত্র-ছাত্রীরা এই স্কুলে লেখাপড়া করতে পারবে। শুক্রবার সকালে ফিতা কেটে স্কুলটির শুভ উদ্বোধন করেন মি. আলবার্ট ইয়্যাপ ভ্যান সান্টব্রিংক।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএসএস এর নির্বাহী পরিষদের সভাপতি মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সাংসদ ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, নেদারল্যান্ডস টেরি-ডাস হোমস কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির ও ভিয়েতনামস্থ সিইসিডির নির্বাহী পরিচালক মিস ফাম থি হং। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বেসরকারি সংস্থা এসএসএস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়া।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ