চৈত্র মাসের ঝড়ে দিনাজপুরের ফুলবাড়ীসহ বিভিন্ন উপজেলার কয়েকটি এলাকায় কাঁচা ঘর-বাড়িসহ ব্যাপক ক্ষতি হয়েছে আম-লিচু ও ভুট্টা ক্ষেতের। গতকাল দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্তু আধা ঘণ্টা ঝড়ে এই ক্ষয়-ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থরা জানায়, রাত সাড়ে ১০টায় হঠাৎ ঝড় শুরু হলে কিছু কাঁচা ঘর-বাড়ির টিনের চালা উড়ে যায়, ভেঙ্গে পড়ে আম ও লিচুর গাছের ডাল-পালা। মাটিতে পড়ে যায় ভুট্টার গাছ এবং আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়।
আমচাষী ফুলবাড়ীর শিবনগর ইউপির মহেষপুর গ্রামের বাসিন্দা সাবেক পুলিশ কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, তার বাগানের আমের মুকুল ঝরে গেছে। একইভাবে অনেকের বাগানের লিচু ঝরে গেছে।
ফুলবাড়ী উপজেলা কৃষিকর্মকর্তা হামিম আশরাফ বলেন, চৈত্র মাসের এ ঝড়ে আম, লিচুসহ, ভুট্টা ও গম ক্ষেতের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৬/শরীফ