বরিশালে কালবৈশাখী ঝড়ে একটি নৌকা ডুবে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এদিকে ঝড়ে বিদ্যুতের তার (ক্যাবল) ছিড়ে যাওয়ায় ৬ ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর বরিশাল নগরীতে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে ঝড়ের প্রভাবে বাকেরগঞ্জের দাড়িয়াল সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যান্যরা সাতরে তীরে উঠতে সক্ষম হলেও ফয়জর আলী সিকদার নামে এক পান ব্যবসায়ী নিখোঁজ হয়। সে ওই উপজেলার কাটাদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া কালবৈশাখী ঝড়ে জেলার আর কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল করিম জানান, সকাল ১০ টার দিকে নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি সহ দুই জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও পান ব্যবসায়ী ফয়জর আলী সিকদার নিখোঁজ হয়। স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর নৌ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য তল্লাশী অব্যাহত রেখেছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বরিশাল আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে ৩৬ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। চলে ৩টা ৫ মিনিট পর্যন্ত। এ সময় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে বাতাস বয়ে যায়।
অপরদিকে কালবৈশাখী ঝড়ে বরিশালের দপদপিয়ার গ্যাস টারবাইন এলাকায় ৩৩ কেভি বিদ্যুত সঞ্চালন লাইনের তার (ক্যাবল) ছিড়ে বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ৬ ঘন্টা পর সকালে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন