বরিশালে নৌ পুলিশ এবং কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে ৪০ মণ জাটকাসহ পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্ধ করেছে।
নৌ পুলিশ শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে এবং কোষ্টগার্ড বরিশাল নগরী সংলগ্ন কীর্তণখোলা নদীতে শুক্রবার দুপুরে পৃথক এই অভিযান চালায়।
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর সংলগ্ন তেুতলিয়া নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্ধ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুরুল করিম জানান, শুক্রবার দুপুর ২টায় কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাঁটকা এবং ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্ধ করা হয়।
বরিশাল জেলা মৎস কর্মকর্তা ড. মো. অহিদুজ্জামান জানান, জব্ধকৃত জাটকাগুলো অতি দরিদ্র, প্রতিবন্ধী, জাতীয় অন্ধ সংস্থা এবং বস্তিবাসীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন