গাজীপুরের কাপাসিয়ায় প্রাণবরাত এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডুবে সাদিকুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সাদিকুল প্রাণবরাত এলাকার মাঈনউদ্দিনের ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় সাদিকুল। এসময় পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম এসে নদী থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাদিকুল স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন