পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সুন্দরবন হচ্ছে বিশ্ববিখ্যাত সম্পদ, যা রক্ষা করা সরকার ও স্থানীয় জনগণের সম্মিলিত দায়িত্ব। এখানে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনার খবর প্রচারমাধ্যমে যা এসেছে প্রকৃত অবস্থা সে তুলনায় যৎসামান্য। তারপরও এ ধরণের ঘটনা ঘটা মোটেই উচিৎ ছিল না। যারা এর সাথে জড়িত ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে তাদেরকে নিবৃত রাখার প্রচেষ্টা নিতে হবে।
রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও বনমন্ত্রী রবিবার সকালে ঢাকা থেকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সদরে আসেন এবং সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনভূক্ত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকান্ড পীড়িত এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ ইউনুছ আলী, খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ প্রমুখ ছিলেন।