নেত্রকোনায় নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ও জেলা প্রশাসন সম্মিলিত শোভাযাত্রা, আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
রবিবার সকাল ৯ টা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নিজ নিজ ব্যানারে খণ্ড খণ্ড শোভাযাত্রা নিয়ে মোক্তাপাড়া মাঠে এসে মিলিত হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসক ডা. মুশফিকুর রহমানের সভাপতিত্বে মোক্তারপাড়া মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পুরিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মটরযান শ্রমিক নেতা সাইফুর ইসলাম।
এরপর সকাল ১১ টায় মোক্তারপাড়া মাঠ থেকে সমিল্লিতি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-০৮