মাদারীপুরে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলা ও ডাসার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন ও উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে পৃথক কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্ত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কালকিনি শাখার সভাপতি সরদার লোকমান হোসেন।
এছাড়া আ’লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-১৫