ঝিনাইদহে সদর উপজেলার আঠারো মাইল ভেটেরিনারি কলেজের কাছে সোমবার সকালে ইজিবাইক উল্টে আকলিমা খাতুন (৮২) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মরিয়ম খাতুন (২০) সহ আরো চারজন। নিহত আকলিমা খাতুন উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আহত মরিয়ম একই উপজেলার খাজুরা গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আকলিমা ও মরিয়ম সকালে ঝিনাইদহ শহর থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ধোপাবিলা যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকটি কলেজের নিকটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ