চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ বছরের এক শিশুকে বিয়ে করলেন ৪৫ বছরের এক ব্যক্তি। উপজেলা প্রশাসনের অবহেলায় বিয়েটি রোধ করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাত ১০ টায় নাচোল উপজেলার মোহাম্মাদপুর দিঘি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মোহাম্মাদপুর গ্রামের আবুল কাশেম (৪৫) এর স্ত্রী আঙ্গুর বেগম স্বামীর নির্যাতন শয্য করতে না পেরে গত ২৪ মার্চ বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় মৃতের পরিবার মামলা না করে লাশ দাফন করেন।
এদিকে স্ত্রী মারা যাওয়ার ৩৬ দিন পর আবুল কাশেম গত শনিবার রাত ১০ টার দিকে একই গ্রামের দরিদ্র পরিবারের নাজিমুদ্দিনের মেয়ে নাজমাকে (১৩) বিয়ে করে। এ বিয়ে পড়িয়েছেন রাজবাড়ী জামে মসজিদের ঈমাম আলমগীর হোসেন। তিনি বিয়ে পড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওই এলাকার সাহেনশা নামের এক ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাচোল থানায় বিষয়টি মোবাইলে অবহিত করেন। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা বিয়ে বন্ধের ব্যাপারে কোন সহযোগিতা না করায় এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে শাহেনশাহ্ অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিয়ের পূর্বে বিষয়টি অবহিত করা হয়নি। এছাড়া এ বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার রয়েছেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-১৯