নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে কানসাট শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী।
কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, পৌর মেয়র কারিবুল হক রাজিন, প্যানেল মেয়র আবদুস সালাম প্রমূখ।
এর আগে কানসাট বাজার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও সকালে জেলা প্রশাসন, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক মালিক গ্রুপ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক জোট, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক সমিতি, বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/ হিমেল-২০