বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মাহিলাড়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন (২০) ও স্থানীয় মালিউজিরপুর উপজেলার শোলক এলাকার বাসিন্দা মো. কালাম মোল্লা (৩৫)।
শনিবার (০৪ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকটি মাহিলাড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে থাকা ওই দুই পথচারী ট্রাক ও গাছের মাঝে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ