কুমিল্লার চৌদ্দগ্রামে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার মা সমাবেশ করেছে বাতিসা মাধ্যমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক ছালেহ আহম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এয়াছিন মিয়া, শিক্ষক সাইদুর রহমান, অভিভাবক আয়েশা বেগম, নাছরিন বেগম।
শিক্ষক বাবু দিপঙ্করের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক বেলায়েত হোসেন খন্দকার, শিউলী রানী, চাঁদ সুলতানা, জাহিদুল ইসলাম, ইয়াছিন কবির, ইলিয়াছ প্রমুখ। এসময় ছেলে-মেয়েদের পড়ালেখার ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানান শিক্ষকরা।
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ