কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পদুয়া রাস্তার মাথার ব্যবসায়ী জাকির হোসেন জানান, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে হাইয়াস মাইক্রোবাসকে পেছন থেকে ও রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ধাক্কা দেয়। এতে উক্ত হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানা যায়নি।
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ