কুমিল্লার চৌদ্দগ্রামে ৬ বোতল হুইস্কি ও ২’শ গ্রাম গাঁজা রাখার অপরাধে আবদুল মান্নান(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে পৌর এলাকার জয়ন্তীনগর থেকে তাকে আটক করে বিজিবি। অভিযুক্ত মান্নান পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মৃত আবদুস সাদেকের পুত্র।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে পৌর এলাকার জয়ন্তীনগরে বিজিবির একটি দল অভিযান চালায়। অভিযানকালে ৬ বোতল হুইস্কি ও ২’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নানকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডিত মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় করতো বলে স্থানীয়রা অভিযোগ করেন।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-০৬