'বাল্য বিয়ে করবো না, বাল্য বিয়ে মানবো না' শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাল্য বিয়েকে লাল কার্ড দেখিয়েছে চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার শিক্ষার্থীরা।
শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে এ শপথ নেয় তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান বলেন, 'বাল্য বিয়ে মুক্ত চুয়াডাঙ্গা গড়তে হলে জেলার সব শিক্ষার্থীকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।'
সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন ও মাদরাসার অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন