কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এক তরুণীর স্বামীর আত্মীয়ের বাড়িঘর, দোকান ও স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে প্রস্তাবকারীর সহযোগীরা। শুক্রবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের তৈয়াসার গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ইউপি মেম্বার আবুল বাশারসহ চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মিয়ার ছেলে টিপু চার মাস আগে পাশ্ববর্তী গ্রামের এয়াছিনের মেয়ে ইমুকে বিয়ের প্রস্তাব দেয়। এ খবরে ইমু একই গ্রামের হুমায়নের ছেলে প্রেমিক জুয়েলের সাথে পালিয়ে বিয়ে করলে পারিবারিকভাবে সে বিয়ে মেনে নেয়া হয়। পরে এ ঘটনা জানাজানি হলে পূর্বে বিয়ের প্রস্তাবকারী টিপুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার সহযোগী ইউসুফ, কবির, সাহাবুদ্দিন, সবুজ, জসিম, মুরাদ ও পলাশ শুক্রবার রাতে তৈয়াসার গ্রামে জুয়েলের আত্মীয়দের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ওবায়দুল হকের মুদি দোকান লুট, এয়াছিন মিয়ার বাড়ি ও স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। এসময় দোকানে থাকা নগদ টাকা ও ফ্রিজ লুটে নেয় তারা। হামলায় ইউপি মেম্বার আবুল বাশার, জুয়েলের আত্মীয় তাহির ইসলাম, ওবায়দুল হক ও ইসমাইল আহত হয়।
এ বিষয়ে ইউপি মেম্বার আবুল বাশার বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-১২