খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরেতে গিয়ে পানিতে ডুবে হারুন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে স্থানীয় হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।
জানা যায়,শান্তি নগর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে পাশ্ববর্তী চেঙ্গী নদীতে মাছ ধরতে নামে। এরপর থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় ডুবুরি দিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-১৫