বগুড়া-রংপুর মহাসড়কে বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
আজ সন্ধ্যা ৬টায় মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে লিলু মিয়া (২৫), চাঁন মিয়ার ছেলে আইয়ুব আলী (২৪) ও আব্দুর রহিম (২৫)।
জানা গেছে, আজ মুরাদপুর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চন্ডিহারার দিকে যাবার সময় দ্রুতগামী একটি মিনি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৪ যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-২১