বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এই সরকার শুধু মাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নয় সমগ্র নির্বাচন ব্যবস্থাকে ধংস করেছে। এজন্যই ধংস করেছে যে, সুষ্ঠ অবাধ নির্বাচনের মাধ্যমে তারা কোন দিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না।
শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি'র বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এ্যাডভোকেট আব্দুল হালিম এর সভাপত্বিতে এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পৌর মেয়র ফয়সাল আমিন, অবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, থানা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারন সম্পাদক আব্দুল হামিদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন