লক্ষ্মীপুরে অস্ত্রসহ মো. মুরাদ (২৪) নামে এক যুবককে আটক করছে পুলিশ। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুরাদ ফতেধর্মপুর গ্রামের মৃত জালাল আহাম্মদের ছেলে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মুরাদকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৬/শরীফ