সাতক্ষীরায় পাঁচ হাজার মুরগির বাচ্চাসহ ভারতীয় একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রবিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেক পোস্ট থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, ভোরে বাকাল চেকপোস্ট থেকে পাঁচ হাজার মুরগির বাচ্চাসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন ১৬/ সালাহ উদ্দীন