নেত্রকোনা পৌরসভা ও জেলা প্রশাসনের আলাদা আলাদা ব্যানারে র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় শহীদ মিনার প্রাঙ্গন থেকে পাবলিক হল পর্যন্ত পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে একটি সচেতসতা র্যালি বের করে।
একইসাথে একই স্থান থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাদ্যের তালে তালে র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালিগুলো পুরান জেলা খানার সামনে দিয়ে পাবলিক হল পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে র্যালি শেষে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল মতিন।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৬/শরীফ