বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পৃথক দুটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রবিবার সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এই কর্মসূচি পালন করে।
'বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ' এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়া। আজ বেলা ১২ টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সনাক সভাপতি বজলুল করিম বাহার, পরিবেশ উন্নয়ন কর্মী জিয়াউর রহমানসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে,একই দিনে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘করতোয়া বাঁচাও, পরিবেশ রক্ষা কর’ এই স্লোগানে সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৬/শরীফ