মুন্সীগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এতে মফস্বল শহর মুন্সীগঞ্জকে নান্দনিকভাবে গড়ে তোলা এবং নাগরিক সেবা বৃদ্ধি নিয়ে মতামত গ্রহণ করা হয়।
একই সাথে পৌর কর বৃদ্ধি এবং গভীর নলকূপ স্থাপন করে সাবমার্সেবল পাম্প বসিয়ে পানি উত্তোলের উপরও করারোপ করা বিষয়টি উত্থাপিত হয়। এই আলোচনায় আগামী অর্থ বছরে প্রায় ৩২ কোটি টাকার বাজেট ঘোষণ নিয়েও আলোচনা হয়।
পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুল আলমের সঞ্চলনায় এই বাজেট আলোচনায় আরও অংশ নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. আখতার হায়দার ও সচিব একেএম বজুলুর রশীদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিরেন পৌর সভার সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলরগণ, স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন মহল্লার বিশেষ প্রতিনিধিসহ পৌর সভার প্রায় পাচ শতাধিক সাধারণ মানুষ। উন্মুক্ত এ সভায় সাধারণ নাগরিকদের নানা সুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন। এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র হাজী ফয়সল বিপ্লব।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন, ২০১৬/ আফরোজ