সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখাড়ুয়া গ্রামে জমির উদ্দিন (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ একটি গাছের নীচ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। জমির ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বাড়ির অদূরে একটি আমগাছের নিচে গলায় রশি পেঁচানো অবস্থায় জমির উদ্দিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুরের দিকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ