লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকায় বুধবার সকালে অটোরিক্সা চাপায় সাইফুল(১২) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত সাইফুল বালাপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছলে এবং বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার চাপারহাট-চন্দ্রপুর আঞ্চলিক সড়কের বালাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সাটি শিশু সাইফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন