জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামছুল আলম শাহ্, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাজদার রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকন্দসহ মাছ চাষী, ব্যবসায়ী ও মৎস্য অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন